আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | সন্ধ্যা ৬:২২
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

ব্যবসায়ী মহর আলী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌর এলাকার বেড়াবুচনা বউবাজারের ফার্নিচার ব্যবসায়ী মহর আলী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতীকী ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা শাখা মৎস্য ব্যবসায়ী সমিতি।
বৃহস্পতিবার(১১ জুলাই) সকালে শহরের পার্কবাজারে এ কর্মসূচি পালন করে। জেলার সাতটি বাজারের মাছ ব্যাবসায়ীরা বিক্রি বন্ধ রেখে ঘণ্টাব্যাপী প্রতীকী ধর্মঘট পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির মো. নুরুল ইসলাম মাতব্বর, সাধারণ সম্পাদক আমির হামজা, ব্যবসায়ী ফিরোজ আহমেদ, মো. ইমরান হোসেন ও মাতব্বর আনিসুর রহমান প্রমুখ।
বক্তারা মৎস্য ব্যবসায়ীর ছেলে মহর আলীর হত্যার রহস্য উন্মোচন ও দোষিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, দ্রুত ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেপ্তার করা না হলে আগামিতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

https://youtu.be/7m7MqooF5OU

উল্লেখ্য, গত ২ জুন ব্যবসায়ী মহর আলী তার ফার্নিচারের দোকান থেকে বের হয়ে যায়। পরে তাকে শহরের একটি সিসি ক্যামেরায় দেখা যায় রিক্সা যোগে একটি বাসার সামনে নেমে যায়। তার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ৩ জুন সকালে একটি ব্রিফকেসে শিরোচ্ছেদকৃত ও দুই পা বিচ্ছিন্ন দেহ পাওয়া যায়। খন্ডিত দেহ এবং পরিহিত শার্ট গেঞ্জি দেখে তার আত্মীয় স্বজন মহর আলী লাশ সনাক্ত করে। এ ঘটনায় নিহত মহর আলী ভাই ইশারত হোসেন বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়