আজ- শনিবার | ১৫ নভেম্বর, ২০২৫
৩০ কার্তিক, ১৪৩২ | রাত ১২:৩৪
১৫ নভেম্বর, ২০২৫
৩০ কার্তিক, ১৪৩২
১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক, ১৪৩২

ভক্তের আচরণে বিরক্ত কারিনা

দৃষ্টি বিনোদন:

পছন্দের অভিনেতা কিংবা অভিনেত্রীকে সামনে পেলে তার সঙ্গে সেলফি তোলার ইচ্ছা সব ভক্তেরই হয়। কিন্তু সে ইচ্ছে যদি সীমা অতিক্রম করে যায়, তাহলে তা পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি মুম্বাইতে এমনই এক ভক্তের বিরক্তিকর আচরণের শিকার হন কারিনা কাপুর।

মুম্বাই এয়ারপোর্টে এক ভক্ত কারিনার সঙ্গে সেলফি তুলতে চান। কারিনাও রাজি হন ভক্তের ইচ্ছে পূরণের জন্য। কিন্তু একটি সেলফিতেই সন্তুষ্ট হননি সেই ভক্ত। ছবি ভালো না আসার অজুহাতে কারিনাকে আবার থামিয়ে ছবি তুলেন তিনি। এরপর কারিনা হেঁটে গাড়ির দিকে রওনা হলে তৃতীয়বার ছবি তোলার জন্য তাকে থামান সেই ভক্ত। এতে খুব বিরক্ত হয়ে কারিনা সেই ভক্তকে থামতে বলেন। শুধু কারিনা নন, এমন আচরণে আশপাশের মানুষজনও বিরক্তি প্রকাশ করেছে।

প্রসঙ্গত, আগামি ২০ মার্চ মুক্তি পাওয়ার কথা কারিনার ‘আংরেজি মিডিয়াম’। এই সিনেমায় ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। বর্তমানে লাল সিং চাড্ডায় আমির খানের বিপরীতে শুটিং করছেন কারিনা। এ বছর বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়