আজ- শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১ | রাত ৪:৫৬
২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১
২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

ভারতীয় কোম্পানীর ওয়ার হাউসে ডাকাতির অভিযোগে তিন ডাকাত গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ভারতীয় মালিকানাধীন কোম্পানীর একটি ওয়ার হাউসে ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।


গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- চাঁদপুরের পুরান বাজার এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে সাইফুল ইসলাম(৩৫), জামালপুরের পোড়াভিটা গ্রামের জলের ছেলে ফরহাদ ওরফে ফারুক(৩৩) এবং ময়মনসিংহের বালিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৭)।

এ সময় লুষ্ঠিত ৩ হাজার ৯১৩ কেজি অ্যালুমিনিয়ামের বিদ্যুতিক তার সহ কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার ও বুধবার গাজীপুর জেলার বাইমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সংবাদ সম্মেলন এ তথ্য জানান।


পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, গত ১২ ডিসেম্বর মধ্য রাতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটিতে ভারতীয় মালিকানাধীন কোম্পানীর একটি ওয়ার হাউস থেকে ১২শ’ মিটার বৈদ্যুতিক তার, মোবাইল ও সিসি ক্যামেরা ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।


তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। অপর দুইজনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়