আজ- সোমবার | ২৪ মার্চ, ২০২৫
১০ চৈত্র, ১৪৩১ | সন্ধ্যা ৭:০৭
২৪ মার্চ, ২০২৫
১০ চৈত্র, ১৪৩১
২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র, ১৪৩১

ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

ভারতের শিল্পজগতের নক্ষত্র টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবর: এনডিটিভির।


দেশটির গণমাধ্যমগুলো বলছে, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই শিল্পপতি। গত সোমবার (৭ অক্টোবর) সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। কিন্তু এর কিছু পরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, সেটা ভুল খবর। তিনি ঠিক আছেন। কিন্তু বুধবার আবার ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে, রতন টাটা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।


এর আগে জানা গিয়েছিল, হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন রতন টাটা। কিন্তু বুধবার বিকেলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে, রতন টাটার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা গ্রুপ এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

১. রতন নেভাল টাটা ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার প্রপৌত্র। রতন টাটার জন্ম ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর, মুম্বাইয়ে (আগের নাম বম্বে)। তাঁর বাবা নেভাল টাটা এবং মা সোনি টাটা।


২. ১৯৪৮ সালে রতন টাটার মা-বাবা আলাদা হয়ে যান। তাঁকে বড় করেছেন তাঁর দাদি নাভাজবাই টাটা।


৩. রতন টাটা চিরকুমার ছিলেন। চার-চারবার তাঁর বিয়ে প্রায় হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রতিবারই ভেস্তে যায়।


৪. রতন টাটা নিজেই জানিয়েছিলেন তিনি প্রেমে পড়েছিলেন। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কাজ করতেন। কিন্তু ১৯৬২ সালে ইন্দো-চীন যুদ্ধের কারণে রতনের প্রেমিকার মা-বাবা তাঁকে ভারতে চলে আসতে দিতে রাজি হননি।


৫. ১৯৬১ সালে কর্মজীবন শুরু করেন রতন। তিনি প্রতিষ্ঠানের তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করেন। শুরুতে তিনি টাটা ইস্পাত কারখানায় উৎপাদন ব্যবস্থাপনা বিভাগে কাজ করতেন। ওই অভিজ্ঞতাই ভবিষ্যতে কোম্পানির প্রধান হিসেবে তাঁর অসাধারণ নেতৃত্বের ভিত্তি গড়ে দিয়েছিল।


৬. রতন টাটা ১৯৯১ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হন। ১০০ বছরের বেশি সময় আগে তাঁর প্রপিতামহ এই শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। ২০১২ সাল পর্যন্ত রতন টাটা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি এমন সময়ে টাটা গ্রুপের পুনর্গঠন শুরু করেছিলেন, যখন ভারতীয় অর্থনীতির উদারীকরণ চলছিল। তিনি টাটা ন্যানো, টাটা ইন্ডিকাসহ ভারতীয় গাড়ির ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।


৭. তাঁর উদ্যোগে ২০০৪ সালে টাটা টেটলি অধিগ্রহণ করে। একইভাবে টাটা মোটরস জাগুয়ার ল্যান্ড রোভার এবং টাটা স্টিল কোরাস অধিগ্রহণ করে।


৮. রতন টাটা মধ্যবিত্তকে চার চাকার গাড়ির স্বপ্ন দেখান। বাজারে আনেন বিশ্বের সবচেয়ে কম দামি গাড়ি টাটা ন্যানো। ভারতে যে গাড়ির দাম ১ লাখ রুপি।


৯. ২০০৯ সালে রতন টাটা মধ্যবিত্তের জন্য বিশ্বের সবচেয়ে কম দামি গাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পূরণ করেন।


১০. চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ার পর তিনি টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান ইমেরিটাস উপাধিতে ভূষিত হন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়