ভূঞাপুরে বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত
ভূঞাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকানে ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কে ভূঞাপুর থানা সংলগ্ন কলেজ রোডে ‘মামা গিফট কর্নার’ নামে দোকানে ভাঙচুর চালানো হয়। এ কারণে অজানা আশঙ্কায় শনিবার অনুষ্ঠেয় বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করে উপজেলা উদীচী।
জানাগেছে, একদল যুবক বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস পালন না করবে এবং ওইদিন দোকানে ফুল বিক্রি করতে নিষেধ করে চলে যায়। ভালোবাসা দিবসের দিন বিকালে ‘মামা গিফট কর্নার’ নামক দোকানে একদল যুবক এসে ভাঙচুর চালায় এবং দোকানে রাখা ফুল বাইরে ফেলে দেয়। এ সময় তারা বিক্ষোভ মিছিল করতে করতে চলে যায়। তারা মিছিলে ‘ভালোবাসা দিবস- ভালোবাসা দিবস; চলবে না- চলবে না’, ‘প্রেমিক-প্রেমিকার গালে গালে- জুতা মারো তালে তালে’ স্লোগান দেয়।
ক্ষতিগ্রস্ত দোকানদার আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে দোকানে ফুল বিক্রি করেন। শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) বিকালে একদল লোক এসেই দোকানে ভাঙচুর চালায় এবং ফুলগুলো রাস্তায় ফেলে দেয়।
তিনি জানান, ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছেন- সেটাই তার অপরাধ। আগের দিন তারা ভালোবাসা দিবসে ফুল বিক্রি করতে নিষেধ করে গিয়েছিল।
স্থানীয় নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান জানান, বৃহস্পতিবার এক দল লোক এসে এসে ফাস্টফুড বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখনও তারা মিছিল করে বিভিন্ন স্লোগান দিয়েছিল।
এদিকে এহেন পরিস্থিতির কারণে শনিবার ভূঞাপুরে উদীচী আয়োজিত বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভালোবাসা দিবসের বিভিন্ন ঘটনার কারণে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বসন্তবরণের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম রেজাউল করিম জানান, বিষয়টি তিনি পরে লোকমুখে শুনেছেন। ভাঙটুরের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।