আজ- বুধবার | ৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২ | দুপুর ২:০১
৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ, ১৪৩২

ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ পারভীনের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। রোববার(১৩ এপ্রিল) সকালে কলেজের সামনের রাস্তায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

 

 

 

 

 

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলাসিন ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপালআবির আহমেদ ইয়েল, স্থানীয় শিক্ষানুরাগী ফরিদ আহমেদ, সবুর খান, আলী আহাম্মেদ, সিংহরাগী গ্রামের ফখরুল ইসলাম, এলাসিন ইউপি চেয়ারম্যান প্রার্থী হিরো আহমেদ, জাহাঙ্গীর হোসেন লাবু প্রমুখ।

 

 

 

 

 

 

 

বক্তারা বলেন, আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজটি নানা অনিয়মে ভরে গেছে। শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। এখানে শিক্ষার নামে বাণিজ্য করা হচ্ছে। কলেজের চাকুরির ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে জনবল নিয়োগ দেওয়া হয়। প্রভাষক থাকাকালে মমতাজ পারভীন স্বামী লোকমান হাসান অধ্যক্ষ থাকার সুবিধা কাজে লাগিয়ে দীর্ঘদিন কলেজে উপস্থিত না হয়েও যথারীতি বেতন-ভাতা উত্তোলন করেছেন।

 

 

 

 

 

 

তার স্বামী লোকমান হাসান অধ্যক্ষ থাকাকালীন এ কলেজে তারই ইন্ধনে আর্থিক দুনীর্তি সহ বিভিন্ন কেলেঙ্কাকারীতে তিনি জড়িয়ে পরেন। কলেজের প্রভাষক মমতাজ পারভীন প্রতিষ্ঠানের নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনৈতিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ার দখল করেছেন। মমতাজ পারভীনকে অপসারণ করে নতুন একজন অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান তারা।

 

 

 

 

 

 

 

 

 

কলেজের সামনের সড়কে মানববন্ধনে এলাকাবাসী ও ছাত্র-জনতা ‘ন্যায় প্রতিষ্ঠার জন্য মানববন্ধন, ভাসানী কলেজ রক্ষার জন্য মানববন্ধন, দুনীর্তিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ চাই, অবৈধ অধ্যক্ষর হাত থেকে কলেজ রক্ষা করুন’ প্লেকার্ড ও ব্যানারে লিখে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়