আজ- শনিবার | ৮ ফেব্রুয়ারি, ২০২৫
২৫ মাঘ, ১৪৩১ | সকাল ৭:৪৭
৮ ফেব্রুয়ারি, ২০২৫
২৫ মাঘ, ১৪৩১
৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ, ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাপেয়ারেল ডিজাইনের ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘অ্যাপেয়ারেল ডিজাইনের ভবিষ্যৎ’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ।

 

 

 

 

 

 

 

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইপিলিয়ন গ্রুপের সিনিয়র ডিজাইনার বদরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো. ইকবাল মাহমুদ। মূল বিষয়ের উপর আলোচনা করেন, ডিজিটাল ফ্যাশনওয়্যারের থ্রিডি ফ্যাশন ডিজাইনার মো. রেজওয়ানুল ইসলাম ও বিভাগের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক।

 

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, সেমিনার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বিভাগের সহযোগী অধ্যাপক একেএম আয়াতুল্লাহ হোসেন আসিফ।

 

 

 

 

 

 

 

বক্তারা বলেন, বিশ্বব্যাপী ফ্যাশন ও অ্যাপায়ারেল শিল্প একটি দ্রুত পরিবর্তনশীল খাত। প্রযুক্তি, টেকসই উন্নয়ন এবং ভোক্তাদের চাহিদার পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিজিটালাইজেশন- যেমন থ্রিডি ডিজাইন সফটওয়্যার এবং এআই চালিত ট্রেড প্রেডিকশন এ খাতকে আরও গতিশীল করে তুলছে।

 

 

 

 

সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং শ্রমশক্তি এ শিল্পকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিবে। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা ডিগ্রি নিয়ে শুধু নিজেকে নিয়ে না ভেবে দেশ ও দেশের অর্থনীতির কথাও চিন্তার পাশাপাশি মানবিক গুণের অধিকারীও হওয়ার আহ্বান জানান।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়