আজ- শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | সকাল ৬:২৩
১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ইডিজিই প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত Enhancing Digital Government and Economy (EDGE) অর্থাৎ ডিজিটাল সরকার এবং অর্থনীতির উন্নতি (ইডিজিই) প্রকল্পের প্রশিক্ষণ প্রোগ্রামের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওই সনদপত্র বিতরণ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ।

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া ফুড জোন রেস্টুরেণ্টে অনুষ্ঠিত ওই সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেহেদী হাসান তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. ইকবাল মাহমুদ, প্রক্টর অধ্যাপক ডক্টর মো. ইমাম হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডক্টর মো. মতিউর রহমান, অধ্যাপক ডক্টর মো. মোস্তফা কামাল নাসির প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ডক্টর মো. সাজ্জাদ হোসেন।

 

 

 

 

 

 

 

 

 

 

বক্তারা বলেন, শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করেই সবকিছু শেখা ও জানা যায় না। কার্যকর কিছু করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ শেষে প্রাপ্ত এই সনদ ভবিষ্যৎ জীবনে ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।

 

 

 

 

 

 

 

 

 

উল্লেখ, দেশের আইটি ও কম্পিউটার প্রোগ্রামিং সেক্টরে দক্ষ নাগরিক গড়ে তুলতে প্রকল্পের আওতায় ওই বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়। ইতোমধ্যে ২৪টি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হওয়ায় ৫৭৭ জনকে সনদ প্রদান করা হয়।

 

 

 

 

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি কলেজের অনার্স ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়