আজ- রবিবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১ | ভোর ৫:৪১
৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১
৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ, ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়েছে। রোববার(১০ নভেম্বর) সকালে এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ।

 

 

 

 

 

 

 

 

 

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের হলে ‘করাপশন পারসেপশনস অ্যান্ড থিওরি ডেভেলপমেন্ট এ জার্নি ফর সোসিওলজি টু একাউন্টটিং অ্যান্ড অডিটিং’ শীর্ষক সেমিনার অংশগ্রহণ করে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিভাগের চেয়ারম্যান রেশমা পারভীন লিমার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অস্ট্রেলিয়ার সেণ্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর কাজী সাইদুল ইসলাম। মূল প্রবন্ধের উপর বিশ^বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকরা বক্তব্য উপস্থাপন করেন।

 

 

 

 

 

 

 

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা ও সেমিনারে অংশগ্রহণ করেন।

 

 

 

 

 

 

উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস প্রথম পালন করা হয়। ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস এবং সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টসের (সিপিএ) ক্যালিফোর্নিয়া সোসাইটি সান দিয়াগো চ্যাপ্টার দিবসটি প্রথম পালন করা হয়।

 

 

 

 

 

 

 

পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ এবং সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়