দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ইনডোর গেমসের পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম ও বিজনেস স্টাডিস অনুষদের ডিন নুশরাত নাহিদা আফরোজ।
অনুষ্ঠানে ব্যাডমিণ্টন, ক্যারাম, দাবা, টেবিল টেনিস ও ইন্টারন্যাশনাল ব্রিজ ইভেণ্ট সমুহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
