আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | রাত ১১:০৯
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে চাকুরি মেলা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে ‘চাকুরি মেলা ও খাদ্য প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. একে ওবায়দুল হকের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রোকেয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. আবু জুবাইর।

মেলায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন স্বণামধন্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের কাছ থেকে পরামর্শ নিয়ে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের গ্রাজুয়েটদের জন্য কারিকুলাম তৈরি করতে হবে, যেন গ্রাজুয়েটরা চাকুরির মাঠে সফল হতে পারে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়