দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন ও তার পিএস আব্দুল্লাহ আল রিপনের অবৈধ নিয়োগ বাণিজ্যের তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার(১৮ এপ্রিল) সকালে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সন্তোষ বাজার প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা নিবির পাল, সজীব তালুকদার, তাছেকুল আলম তুষার, জুবায়ের পারভেজ, রাজিব মোল্লা, সাইদুর রহমান প্রমুখ।