দৃষ্টি নিউজ:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডিজিটাল আইডি কার্ডে বঙ্গবন্ধুর নামের বানান ভুল করার প্রতিবাদে বুধবার(১২ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এ বিক্ষোভ মিছিল করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের নিবিড় পাল, সজিব তালুকদার, গালিব আহমেদ ও সোহেল রানা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাইমিনুল কাইয়্যুম ও উমর ফারুক, পদার্থ বিজ্ঞান বিভাগের রাজিব মোল্লা, দুরুল হুদা সাদ্দাম ও রেজাউল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নিবিড় পাল বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানানে ভুল করা বঙ্গবন্ধুকে অবমাননার সামিল, এটা মোটেই কাম্য নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম বলেন, এটা আমাদের ভুল নয়। এ বিষয়ে গঠিত কমিটির স্বাক্ষর সম্বলিত কপিতে কোন ভুল নেই। প্রিন্টিং এর সময় অনিচ্ছাকৃতভাবে ভুলের জন্য তারা ক্ষমা চেয়েছে। অতি দ্রুত ভুল সংশোধন করে তারা আমাদেরকে সংশোধিত নতুন আইডি কার্ড সরবরাহ করবে।