আজ- মঙ্গলবার | ১৮ মার্চ, ২০২৫
৪ চৈত্র, ১৪৩১ | রাত ১২:২৩
১৮ মার্চ, ২০২৫
৪ চৈত্র, ১৪৩১
১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নবীন শিকক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১৭টি বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকালে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।


অনুষ্ঠানে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ডক্টর মো. ইমাম হোসেন, সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।


নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য(ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, তোমরা কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সুযোগ পেয়েছ। তোমরা কখনও নিজেদেরকে একা ভাববে না। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও গোছানো ক্যাম্পাসে তোমাদের স্বাগত জানাই।


তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো উন্মুক্ত জ্ঞানচর্চার জায়গা। এখানে জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা হয়। তোমরা এ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের আইন মেনে চলবে এবং শিক্ষকদের সাথে সমন্বয় করে জ্ঞান অর্জন ও গবেষণামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবে। আমাদের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়