দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ‘কাম ফর রোড চাইল্ড’(সিআরসি) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৭ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ৯০ জন পথশিশুর মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিআরসি’র উপদেষ্টা প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. মাসুদার রহমান ও দপ্তর সম্পাদক মো. আরঙ্গজেব আকন্দসহ সিআরসি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
