দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার(৫ জুন) সকালে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের চেয়ারম্যান মো. শিমুল শেখ।
এ সময় লাইফ সায়েন্স অনুষদের ডিন ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ্, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন, ইএসআরএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর মো. মোজ্জাম্মেল হক, সহকারী অধ্যাপক নওয়ারা তামান্না মেঘলা, তন্ময় রায় তুষার, মুহাম্মদ জসীম উদ্দিনসহ বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।