আজ- শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১ | সকাল ৬:০৯
২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১
২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে আবার মানববন্ধন

দৃষ্টি নিউজ:

dristy.tv-53
টাঙ্গাইলস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার(১৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডীন মো. সিরাজুল ইসলাম, ডীন মো. শাহীন উদ্দিন, রেজিষ্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম, পরিচালক (প্লানিং) মোস্তফা কামাল. কন্ট্রোলার ড. মো. মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী আবু তালেব, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদৎ আল হারুন প্রমুখ।
মানবন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমের অভিভাবক ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলরের স্বাক্ষর ব্যতীত সেমিস্টার ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা যায় না এবং পরীক্ষার ফলাফল প্রকাশ না করা হলে পরবর্তী সেমিস্টার পরীক্ষা নেওয়া যায় না। অনেক শিক্ষার্থীর স্কলারশীপ আটকে আছে পরীক্ষার ফলাফল প্রকাশের উপর। ফলে একাডেমিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমও অনুমোদনের অপেক্ষায় থেমে আছে। প্রশাসনিক ও একাডেমিক সকল কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। শিক্ষকরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট দ্রুত ভাইস চ্যান্সেলর নিয়োগ দানের মাধ্যমে সকল সংকট নিরসনের দাবি জানান।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের চার বছর মেয়াদ শেষ হয়। ভিসি নিয়োগের দাবিতে গত ১২ জুন টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও ১৭ জুলাই মানববন্ধন করেন শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়