দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার (১২ আগস্ট) এক জরুরি সভায় বিশ্বিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সদ্য পদত্যাগকৃত উপাচার্য প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেনের অনুপস্থিতিতে উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এআরএম সোলাইমান ওই জরুরি সভা ডাকেন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা সহ সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, শিক্ষার্থীদের পূর্বঘোষিত দুই দফা দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর রাজনীতি নিষিদ্ধ করা হয়। সেই সাথে বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর প্রসঙ্গে আশ্বস্ত করা হয়।
ক্যাম্পাসে সকল রাজনীতি নিষিদ্ধ হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করছে। চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম চৈতি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমার মতে এটা একটা সময়োপযোগী সিদ্ধান্ত।
ছাত্ররাজনীতির নাম করে বিগত সময়ে যে শোষণ করা হয়েছে- তা বিশ্ববিদ্যালয়ে আর ফিরে না আসুক।
রাজনীতি নিষিদ্ধকরণ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে গণিত বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ রানা।
তিনি জানান, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে। এটি শিক্ষার্থীদের মধ্যে দলাদলি বা গোষ্ঠীবাদ সৃষ্টি করে- যা তাদের মধ্যে ঐক্যহীনতা ও শত্রুতা বাড়ায়।