আজ- রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:২১
১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২
১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা ও চতুর্থ শিল্প বিপ্লব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে ‘শিক্ষা ও চতুর্থ শিল্প বিপ্লব’ শীর্ষক সেমিনার শনিবার(২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের(আইইবি) সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আব্দুস সবুর। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জি. মুনাজ আহমেদ নূর।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, আইইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জি. খন্দকার মনজুর মোর্শেদ, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির ও মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেমিনার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জি. মো. ইকবাল মাহমুদ।

সেমিনারে বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী আজ থেকে দশ বছর আগে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। বক্তারা আরও বলেন, এক সময় গ্রাম হবে শহর। এখনো আমাদের দেশে বিদেশি টেকনোলজিস্টদের অধিক বেতন দিয়ে আনতে হয়। বর্তমানে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষার্থীদের এমনভাবে গড়তে হবে যাতে বিদেশি টেকনোলজিস্টদের আর আনতে না হয়। এটা বাস্তবায়ন করতে হলে সকলকে সৎ ও দায়িত্বশীল হতে হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়