আজ- শুক্রবার | ২৪ জানুয়ারি, ২০২৫
১০ মাঘ, ১৪৩১ | রাত ১২:৪২
২৪ জানুয়ারি, ২০২৫
১০ মাঘ, ১৪৩১
২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ, ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাসবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের উদ্যোগে রোববার(২২ অক্টোবর) ‘বাংলাদেশের সন্ত্রাসবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন, বাংলাদেশ পুলিশের টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বিপিএম (বার) ও পিপিএম (বার)।
বিশ্ববিদ্যালয়ের সিপিএস মিলনায়তনে বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ^বিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ্ ও টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম। এছাড়া বিশ^বিদ্যায়ের অন্যান্য অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন অফিস প্রধানরা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে সিপিএস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
মুখ্য আলোচক মনিরুল ইসলাম বলেন ‘সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশে^ একটা রুল মডেল হিসেবে কাজ করছে। সরকার আইন প্রনয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কাজ করে যাচ্ছে। তবে তা দূর করতে সকল সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
সেমিনারে বক্তারা বলেন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ থেকে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে যে গবেষণা করবেন সে গবেষণা লব্ধ ফলাফল বাংলাদেশের সন্ত্রাসবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়