আজ- রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৭:২০
১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২
১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান/বিবিএ ও বিফার্ম) শ্রেণির ১ম বর্ষে ভর্তিকৃত সকল বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩ ফেব্রুয়ারি) বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন দিনব্যাপী পৃথকভাবে স্ব-স্ব বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। এ সময় সকল অনুষদের ডিন এবং স্ব স্ব বিভাগের চেয়ারম্যান, শিক্ষকরা উপস্থিত থেকে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে পুরাতন শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

নবীনদের উদ্দেশে ভাইস-চ্যান্সেলর বলেন, বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেকে সত্যিকারের মানুষ হিসেবেও গড়তে হবে।

এছাড়া প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আইনে এবং সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা অনুযায়ী র‌্যাগিং ও মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন এবং এর সাথে কোন শিক্ষার্থী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়