দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও সম্পাদকসহ ২৫ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(১১ জুন) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বেসরকারি একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ওই ছাত্রাবাস থেকে ১৩টি হাত বোমা ও বিপুল পরিমাণ জিহাদী বই জব্দ করেছে। [vsw id=”o78IG8Rdfb8″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”] গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান (২৫), শিবির কর্মী শামীম আহমেদ (২৫), আলামিন কবির (২৪), মো. আহসানুল হক (২২), আবু রায়হান (২৩), উমর ফারুক (২২), হারুন অর রশিদ (২২), মো. আনোয়ার হোসেন (২৪), রাসেল মাহমুদ (২১), ইজাহারুল ইসলাম (২৩), মামুন ইসলাম (১৯), আতাউর রহমান (২১), নুরুল হুদা (২২), ফারুক হোসেন (২২), মনিরুল ইসলাম (২৪), ফরহাদ হোসেন (২১), আজাহারুল ইসলাম (২০), মোস্তাফিজুর রহমান (২২), ছানাউল হক (২০), কেরামত আলী (২৩), সুজন আলী (২২), ফরিদুল ইসলাম (২২), মাহমুদুল হাসান (২০), আল আমিন (২৪)। টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূঁইয়া জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সন্তোষ সেনা বাজারের হাফিজুর রহমানের বাসায় কয়েকজন ছাত্র ভাড়া থাকতো। পুলিশের কাছে গোপণে সংবাদ আসে রোববার রাতে সেখানে নাশকতা কর্মকান্ড বিষয়ে গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে খবরের সত্যতা পায়। অভিযানে ২৫ শিবির কর্মীকে গ্রেপ্তার করে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।