দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ২০২৪-২৫ সাল মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার(৯ নভেম্বর) সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা বিজয় সরকার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা রাইজিং ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি মো. হৃদয় হোসাইন ও অনিক ইসলাম অপু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী ও মো. এরশাদ, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল ইসলাম ভুইঁয়া, কোষাধ্যক্ষ সাগর ঘোষ।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন- হৃদয় হাসান, সায়মন ও মিতু আক্তার চাঁদনী।