আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | বিকাল ৪:২২
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

ভূঞাপুরের ফলদা-চন্ডীপুর সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা হিন্দুপাড়া-চন্ডীপুর বেহাল সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করছে স্থানীয়রা।

রোববার(৮ নভেম্বর) সংস্কার কাজে আওয়ামীলীগ নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় যুবকরা অংশগ্রহণ করছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফলদা হিন্দুপাড়া-চন্ডীপুর গ্রামের কাঁচা সড়কটির বেহাল দশা চলছিল। এরমধ্যে দীর্ঘস্থায়ী বন্যা ও অতিবৃষ্টির কারণে সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে আরও ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

ফলে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে। সরকারি ব্যবস্থাপনায় সড়কটির সংস্কার কাজ সময় সাপেক্ষ হওয়ায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়।

ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত জানান, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

বন্যা ও বৃষ্টির কারণে সড়কটি ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করে এলাকার সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কে মাটি ফেলে সংস্কার করা হচ্ছে।

ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু জানান, কাঁচা ওই সড়কটি প্রতি অর্থ বছরই সংস্কার করা হয়।

কিন্তু প্রতিবারের বর্ষায় পানির তীব্র স্রোতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার কাজ করা হচ্ছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়