আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৬:৫০
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

ভূঞাপুরে আসর থেকে ১১ জুয়াড়ি গ্রেপ্তার

ভূঞাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে শনিবার(৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মামুন সরকার(৪৫), কাগমারীপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক(৩৮), নূরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া(২৫), ঘাটান্দী গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে খন্দকার রুবেল(৩৫), হাবিবুরের ছেলে মঞ্জুরুল(৪৩), বরকপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শিপন(২৪), কুকাদাইর গ্রামের মৃত সোলাইমানের ছেলে আল আমিন(৪২),

 

 

 

 

 

 

গোবিন্দাসী গ্রামের মৃত কানচুর ছেলে লতিফ(৪৫), ডিগ্রির চর গ্রামের মৃত আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম(৩৫), পাশের গোপালপুর উপজেলার জয়নগর আবুল মেম্বারের ছেলে গোলাপ(৪৫) এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম(৩৮)।

 

 

 

 

 

 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভূঞাপুর পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে টাঙ্গাইল আদালাতে পাঠানো হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়