দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রাম থেকে শুক্রবার(২১ এপ্রিল) গভীর রাতে বকুল(২২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার গোবিন্দাসী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
জানা যায়, ভূঞাপুর উপজেলার বাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলাকে কেন্দ্র করে বকুল ও তার সহযোগী ইমরান ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানার এসআই লিটনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাগবাড়ি দুদু মিঞার বাড়ির সামনে থেকে বকুলকে গ্রেপ্তার করে। এ সময় ইমরান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় বকুলের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই আবু হানিফ বাদী হয়ে বকুল ও ইমরানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী বলেন, প্রধান আসামী বকুলকে শনিবার(২২ এপ্রিল) সকালে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে। অপর আসামী ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।