দৃষ্টি নিউজ:

‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীণ তিল উৎপাদান বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ(বীজ ও সার) বিতরণ করা হয়েছে। শনিবার(১৬ নভেম্বর) টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রধান অতিথি হিসেবে ওই বীজ ও সার বিতরণ করেন।
ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই কৃষি প্রণোদনা অনুষ্ঠানের আয়োজন করে। বিতরণ উদ্বোধন কার্যক্রম শুরুতে কৃষকদের নিয়ে কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম প্রমুখ। এ সময় কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। আলোচনা শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
