দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় অর্ধশতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ, কীটনাশক ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার কৃষি অফিসের সামনে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. আমিনা খাতুন, কৃষি কর্মকর্তা নাহিদুল ইসলাম নাহিদ প্রমুখ।
