দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সুশাসনের জন্য নাগরিক(সুজন) অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ওই মানববন্ধন কর্মসূচিতে সুজন ২৮টি দাবি-দাওয়া উপস্থাপন করা হয়। শনিবার (১ মার্চ) সকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়।
ভূঞাপুর উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সাংবাদিক শাহ আলম প্রামাণিক, অধ্যাপক আখতার হোসেন খান, প্রধান শিক্ষক আব্দুস সালাম, সুজনের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সুজনের পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমুর রিপন, সাংবাদিক মিজানুর রহমান, ফরমান শেখ প্রমুখ।
বক্তারা বলেন- দেশজুড়ে সন্ত্রাস, ছিনতাই, খুন ও যৌন নিগ্রহের ঘটনা বেড়ে গেছে। পাশাপাশি দ্রব্যমূল্য দিনদিন উর্ধ্বমুখী হচ্ছে। যা বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। এসব অপরাধমূলক কর্মকা-রোধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা।
এ সময় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর, প্রতিভা ছাত্র ও যুব সংগঠন, সেবক টাঙ্গাইলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।