দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তের আয়োজনে বুধবার (৭ জুন) উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের সামনে অর্ধশতাধিক ফলজ চাষীর মাঝে আম, মাল্টা, পেঁপের চারা, কীটনাশক এবং নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। রাজস্ব খাতের আওতায় কৃষক প্রকল্প উন্নয়নের লক্ষে এ চারা বিতরণ করা হয়।
এসময় বিতরণ কালে উপস্থিত ছিলেন, ভূঞাপুর কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, সহকারী কৃষি অফিসার আমিনা খাতুন, কৃষি কর্মকর্তা নাহিদুল ইসলাম মাসুম প্রমুখ। একইদিনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম ফেস প্রজেষ্ট (এনএটিপি-২) এর আওতায় উপজেলার অর্ধশতাধিক কিষানীর মাঝে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে বসত বাড়িতে সবজী চাষের উপর আইজি কৃষক প্রশিষণ দেওয়া হয়।