আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | দুপুর ১:৫১
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

ভূঞাপুরে জাতীয় শোক দিবস পালিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে জাতীয় পতাকা (অর্ধনর্মিত) উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসচি শুরু করা হয়।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির,

উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম অ্যাডভোকেট, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ভূঞাপুর থানার

অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

অপরদিকে, উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্থানীয় সাংসদ ছোট মনিরের উপস্থিতে দোয়া মাহফিল ও গণ-ভোজের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা কর্মসূচি পালন করে।

সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়