আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১২:২৪
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

ভূঞাপুরে ট্রাক চাপায় পাগলির মৃত্যু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে ‘ছায়া পাগলি’ নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর পৌরসভার থানা চত্বর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ছায়া পাগলি নামে ওই মহিলাটি রাস্তা পাড় হচ্ছিল। পথিমধ্যে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা গোপালপুরের নলিন বাজারগামী বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় পৃষ্ট হন তিনি। এতে তার মাথা থেতলে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে ‘ছায়া পাগলি’র মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশিদুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ প্রশাসন ও বাজার বণিক সমিতির সহযোগিতায় স্থানীয় গোরস্থানে নিহত ছায়া পাগলির মরদেহ দাফন করা হবে। তিনি জানান, ঘাতক ট্রাক চালক ও হেলপার গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায়। তবে ট্রাকটি থানায় আটক করে রাখা হয়েছে।
উল্লেখ্য, নিহত ‘ছায়া পাগলি’ ভূঞাপুর পৌর শহরে প্রায় ১২ থেকে ১৫ বছর যাবত বসবাস করে আসছেন। তিনি স্থানীয়দের কাছে ‘ছায়া পাগলি’ নামে পরিচিত।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়