দৃষ্টি নিউজ:

‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’- এ স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্ধোধন করা হয়েছে। রোববার(২৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে মেলা উদ্ধোধন করেন, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
এর আগে কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও আলিফ নূর মিনি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এসএম রাশেদুল হাসান প্রমুখ।
