দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার(২০ অক্টোবর) দুপুরে গোবিন্দাসী বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দিনের ‘খান সুপার মার্কেটে’র দ্বিতীয় তলার ওই গুদামে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে খান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তুলার গুদামে হঠাৎই আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তুলার গুদাম, লেপ-তোষকের দোকানের মালামাল ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ভূঞাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. স্বপন আলী জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তিনি ধারনা করছেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. একেএম রেজাউল করিম জানান, গোবিন্দাসী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে।