আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | সন্ধ্যা ৭:৩৩
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

ভূঞাপুরে দুই পুলিশকে পিটুনির ঘটনায় যুবক আটক

দৃষ্টি নিউজ:

05টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক ব্যবসার মাসিক চাঁদা আনতে গিয়ে দুই পুলিশ কনস্টেবলকে পিটুনির ঘটনায় মঙ্গলবার(৯ মে) মনির(২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত মনির উপজেলার রাউতবাড়ী গ্রামের ছুরমান আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, ভূঞাপুরের গোবিন্দাসী নৌ-ফাঁড়ির পুলিশের সহযোগিতায় গোবিন্দাসী টি-মোড় সহ আশপাশের এলাকার কয়েকটি স্পটে নিয়মিত মাদক বিক্রি করা হয়। স্থানীয় মাদক ব্যবসায়ীরা নৌ-ফাঁড়ির পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে ওই ব্যবসা চালাচ্ছিল। সোমবার(৮ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল শহিদুল ও জহিরুল গোবিন্দাসী টি-মোড়ে মাদক ব্যবসার মাসিক ‘চাঁদা’ আনতে যান। ব্যবসা মন্দা থঅকায় মাদক ব্যবসায়ী মনির মাসিক চাঁদার পরিমাণ কিছু কম দিতে চাইলে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মনির ও তার ৪-৫ সহযোগী কনস্টেবল শহিদুল ও জহিরুলকে মারপিট শুরু করে। তারা ফাঁড়ির দিকে দৌঁড়ালে মাদক ব্যবসায়ীরা পিছু নেয়। এ সময় নৌ-ফাঁড়ির অন্য পুলিশরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার ও মনিরকে আটক করে।
গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, এ বিষয়ে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাওছার চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় মামলা দায়ের এবং মনির নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়