আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৩:৪৫
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

ভূঞাপুরে দুর্নীতির অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গাবসারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হিটলার তালুকদার ওরফে হিটুকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার বিভাগ, ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখারুল আহমেদ চৌধুরী গত ৯ ডিসেম্বর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়েছে, ইউপি সদস্য হিটলার তালুকদার ওরফে হিটুর বিরুদ্ধে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে তা তদন্তে প্রমাণিত হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলে ইউনিয়ন পরিষদ আইন ২০০২ এর ৩৪ (১) অনুযায়ী তাকে পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়।

এ বিষয়ে উপ-সচিব মোহাম্মদ ইফতেখারুল আহমদে চৌধুরী বলনে, স্থানীয় তদন্তে গাবসারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য হিটলার তালুকদার ওরফে হিটুর বিরুদ্ধে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়