দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল বাজারে শুক্রবার(২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাট ও ধানের গুদামসহ চারটি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার নিকরাইল বাজারের হাতেম আলীর পাটের গুদামে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ভূঞাপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাট ও ধানের গুদাম, মসলার দোকান, একটি ফার্নিচার দোকান, একটি লন্ড্রি ও একটি হোমিও ওষুধের দোকান ভস্মীভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) এটিএম ফরহাদ চৌধুরী ও পুলিশের একটি দল। তারা অগ্নিনির্বাপণ কাজ তদারকি করেন।
উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসকের পরামর্শক্রমে আমাদের এখতিয়ারের মধ্যে সর্বোচ্চ সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।