
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চেংটাপাড়া গ্রামে বুধবার(১ এপ্রিল) বিকালে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ফুফু-ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছেন, ওই গ্রামের আব্দুর রাজ্জাকের সাত বছরের মেয়ে মরিয়ম ও জহুরুল ইসলামের ছয় বছরের মেয়ে তামান্না। সর্ম্পকে তারা ফুফু-ভাতিজি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভূঞাপুর থানার এসআই আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
