দৃষ্টি নিউজ:
‘বিদেশি কোম্পানী হটাও-দেশের খামারী বাঁচাও’ এই স্লোগানকে সামতে রেখে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ টাঙ্গাইলের ভূঞাপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা পোল্ট্রি খামার সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত সমাবেশে যোগ দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে স্মারকলিপি প্রাদান করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পোল্ট্রি খামার সমিতির সভাপতি বাবর আলী, সহ-সভাপতি মো. নাজমুল হক, মো. হাফিজুর রহমান (শাহীন), সাধারণ সম্পাদক মো. আরিফুল হক আরজু, কোষাধক্ষ মো. হোসেন, প্রচার সম্পাদক মো. বাবু মিঞা, পোল্টি ব্যবসায়ী প্রতিনিধি মো. আলমগীর হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, বিদেশি কোম্পানীর কারণে বাংলাদেশের ডিম ও পোল্ট্রি ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়ছে। বর্তমানে ডিম ও পোল্ট্রির দাম নিম্নমুখী হচ্ছে। এমন অবস্থা চললে জীবিকা হারিয়ে আমাদের পথে বসা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকবে না। এজন্য অবিলম্বে ভূঞাপুর তথা দেশের ডিম ও পোল্ট্রি খামারীদের ন্যায্য মূল্যের সু-ব্যবস্থা না করলে আগামীতে আরো কঠোর আনন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে।