আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৩:০৪

ভূঞাপুরে প্রতিযোগিতা করতে গিয়ে বসত ঘরে বাস ঢুকে পথচারী নিহত

 

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে যাত্রীবাহী বাস ঢুকে এক পথচারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহত পথচারী বৃদ্ধ আব্দুল হালিম(৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা।


প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেল ও ভাই ভাই পরিবহন নামের যাত্রীবাহী দুইটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস নামক যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসত ঘরে ঢুকে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ সহ বাসে থাকা অন্তত ১০ জন আহত হন।


দুর্ঘটনাকবলিত ঘরের মালিক সোলায়মানের ছেলের বউ শারমিন আক্তার জানান, তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ শুনতে পান। ভেবেছিলেন ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পড়ে দেখেন- ঘরের মধ্যে গাড়ির মাথা। এসময় তিনি ঘরে আটকে পড়লে স্থানীয়রা এসে উদ্ধার করে। এছাড়া পাশের ঘর ভেঙে তার শাশুড়ি আহত হয়েছেন। তার ছেলে-মেয়ে দূরে ছিল বিধায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।


ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno