দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর সভা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গবমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ড প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ মে) ভূঞাপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
খেলাটি উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, ভূঞাপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান মিঞা, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ছাত্তার খান, মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক শফিউদ্দিন শফি তালুকদার, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মমতাজ বেগম প্রমুখ।
খেলায় পৌরসভা পর্যায়ে নির্বাচিত দুটি দল অংশগ্রহন করে। এতে টেপিবাড়ি প্রাথমিক সরকারি বিদ্যালয়কে পরাজিত করে ভূঞাপুর মডেল প্রাথিক বিদ্যালয় জয় লাভ করে। পরে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা খেলা উপভোগ করে।