দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ও অর্জুনা ইউনিয়নের বন্যার্তদের মাঝে রোববার(২০ আগস্ট) দুপুরে ত্রাণ বিতরণ করেছে উপজেলা বিএনপি।
এসময় দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চিড়া, গুড় বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা বিএনপির একাংশের সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল, সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লিটন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোমরেজ আলী খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তরফদার ভুট্টুসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
