
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের অবৈধ বালু ঘাট এলাকায় শুক্রবার (১ মে) দুপুর আড়াইটার দিকে বালুবাহী ট্রাকের চাপায় আব্দুর রশিদ(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এ ঘটনায় উত্তেজিত জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। নিহত আব্দুর রশিদ উপজেলার মধ্যজগৎপুরা গ্রামের বাসিন্দা।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশিদুল ইসলাম জানান, জগৎপুরা গ্রামেঅবৈধভাবে স্থাপনকৃত ঘাটে একটি ট্রাক বালু আনতে যায়। ট্রাকটি পেছনে যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে থাকা আব্দুর রশিদের ওপর তুলে দেয়।
এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
