প্রথম পাতা / অপরাধ /
ভূঞাপুরে বালুর নিচে চাপা পড়ে শ্রমিক নিহত
By দৃষ্টি টিভি on ২২ জানুয়ারী, ২০২৩ ২:৪৫ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারপলশিয়া বালুঘাটে রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে বালুর স্তুপের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম(২৫) নামে এক ভেকু(মাটি কাটার যন্ত্র) সহযোগী(হেলপার) নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাশেদুল ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো শ্রমিক জুয়েল(২৪) সিরাজকান্দি গ্রামের অহসান প্রামানিকের ছেলে।
নিকরাইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড সারপলশিয়া গ্রামের ইউপি সদস্য নুহু জানান, শনিবার(২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিকরাইল ইউনিয়নের হাশেম প্রামানিকের ইজারা নেওয়া সারপলশিয়া গ্রামের ভাবীর ঘাট নামে বালু ঘাটে এ ঘটনা ঘটে। ওই ঘাটে বালুর স্তুপ অনেক উঁচু ছিল। এতে ৩-৪ জন সেই বালুর স্তুপে উঠে সেখানে থাকা পাইপ খুলতে গিয়েছিল। এ সময় বালুর স্তুপ ভেঙে তাদের উপর পড়ে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক জানান, রোববার সকালে সারপলশিয়া বালুঘাটে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এসময় স্তুপ করে রাখা বালু ধসে পড়লে এক শ্রমিক সেখানে চাপা পড়ে নিহত হন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদুল ইসলাম জানান, বালুর স্তুপের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
দেড়শ’ বছরের ডুবের মেলায় লতিফ সিদ্দিকী
-
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
-
দেশে বৈষম্য আর দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে :: রাশেদ খান মেনন
-
যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়
-
টাঙ্গাইল স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৪৯৮ টাকা
-
টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার ৩৬৩তম আসর
-
টাঙ্গাইলের প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী মহুয়া শিশু পুরস্কারে ভূষিত
আপডেট পেতে লাইক করুন
