দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিআর-২২ নাবী জাতের রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়। সোমবার(১১ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে ৩২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ চারা বিতরণ করা হয়।
ভূঞাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনা খাতুন প্রমুখ। প্রত্যেক কৃষককে একবিঘা জমিতে রোপণের চারা দেওয়া হয়।
