দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব বই দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ রোববার(২৩ এপ্রিল) দুপুরে ভূঞাপুরের গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও গোবিন্দাসী ইউপি’র সাবেক চেয়ারম্যান গাজী ইকরাম উদ্দিন তারা মৃধা। গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, শিক্ষক আল আমিন মন্ডল, শহীদুল ইসলাম, আব্দুল আজিজ, সুবাস চন্দ্র পাল, আব্দুস সালাম, আব্দুল মান্নান সরকার, সুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের গ্রন্থাগারিক হারুন অর রশিদ। বিদ্যালয়ের ২৪৩ জন শিক্ষার্থীর মাঝে শুভেচ্ছা, অভিনন্দন ও সেরা পাঠকের পুরস্কার দেয়া হয়।