দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে বুধবার(২৫ অক্টোবর) ‘বাল্যবিয়ে প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মনির হোসেন খান, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির জেলা ব্যবস্থাপক এএসএম গোলাম কিবরিয়া।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, সমমনা বেসরকারি সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদিক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারা অংশ গ্রহন করেন।
