দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে মুখে মাস্ক না পড়ে ঘুরাফেরা করায় ২২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।
এসময় ১৫ জনকে দোকান থেকে মাস্ক কিনে তা জনসাধারণের মাঝে বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, করোনাভাইরাস সংক্রমনরোধে জনসাধারণকে সচেতনতা অবলম্বন করতে হবে। বর্তমানে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে।
অনেকেই মাস্ক পড়েছে তবে তা থুতনীর নিচে। ভ্রাম্যমান আদালত হচ্ছে দেখে অনেকেই পকেট থেকে মাস্ক মুখে পড়ছেন। অভিযান পরিচালনা করে ২২জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।
