আজ- বৃহস্পতিবার | ২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১ | দুপুর ২:০৫
২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১
২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র, ১৪৩১

ভূঞাপুরে যুবদল নেতাকে কোপানোর অভিযোগে আ’লীগ নেতা সহ দুজন আটক

ভূঞাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীমকে(৩০) শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোবিন্দাসী এলাকায় কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জহিরুল ইসলাম নামে এক জনকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। পরে শনিবার (২২ ফেব্রুয়ারি) লুৎফর রহমান নামে এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ যুবদলের নেতাকর্মীরা। যুবদলের ওয়ার্ড সহ-সভাপতি আহত আব্দুল আলীম গোবিন্দাসী এলাকার বাংগাল শেখের ছেলে। আটক লুৎফর রহমান গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক।

 

 

 

 

 

 

 

 

জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তানিয়া খাতুন নূরানী মাদ্রাসার সামনে একদল দুর্বৃত্ত যুবদল নেতা আব্দুল আলীমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে বালুর স্তূপে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই ঘটনায় গোবিন্দাসী এলাকার জহিরুল নামে এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশ।

 

 

 

 

 

 

 

 

শনিবার সকালে গোবিন্দাসী যুবদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমানের মোটরসাইকেলটিতে অগুন ধরিয়ে দেয় এবং তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ভূঞাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস উদ্দিন জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোবিন্দাসী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীমকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

 

 

 

 

 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম রেজাউল করিম জানান, হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়