দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কয়েড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আ. রশিদ (অবসরপ্রাপ্ত উপ-অর্থ নিয়ন্ত্রক) এর একমাত্র মেধাবী ছেলে নবাব রাশেদুল কাদের সম্পদের ১৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নবাব রাশেদুল কাদের সম্পদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়ি, পলশিয়া সম্পদ মহল, স্থানীয় মাদরাসা, মসজিদ ও সম্পদ স্মৃতি সংঘের উদ্যোগে
পৃথকভাবে কোরআন খানী, মিলাত মাহফিল, দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
প্রকাশ, টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র সম্পদ বিগত ২০০২ সালের ১৫ আগস্ট আকষ্মিকভাবে মৃত্যুবরণ করেন।
